ভিজিডি প্রাপ্ত পুরুষ মহিলা মৌট:৫০ (পঞ্চাশ)জন ।
মালামালের পরিমান -----------------১.৫০০মে.টন।
আমার /আমাদের উপস্থিতিতে সুষ্টভাবে বিতরন করা হইয়াছে।
ত্রাণ তদারকী কর্মকর্তা চেয়ারম্যান
(ইউপি ভিজিডি কমিটির সভার কার্য বিবরনী )
মাসের নাম ---ফেব্রুয়ারী /২০১২
সভার তারিখঃ---২৭----/-----০২--/২০১২ ইং।
সভার সময়ঃ-----১০.০০---------ঘটিকা ।
সভার স্থানঃ- ইউপি সভা কক্ষ।
সভাপতি -জনাব আব্দুল মুমিন চৌ: ,ইউপি চেয়ারম্যান ।
সভায় উপস্থিতির নাম স্বাক্ষরঃ-
আলোচ্যসূচীঃ-
১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন ২। উপকার ভোগীদের মধ্যে ভিজিডি’’র মালামাল বিতরন প্রসংগে।
বিভাগের নাম আলোচনা সিদ্ধান্ত বাস্তবায়নকারী মন্তব্য
ইউনিয়ন পরিষদ বিগত সভার কার্য বিবরনী পাঠান্তে অনুমোদন সহ দৃঢ়করন করা হয়। ইউপি সদস্য/সদস্যা।
ভিজিডি সভায় সভাপতি মহোদয়
জানান যে, ---ফেব্রুয়ারী -/১২অদ্য আর কোন আইং মাসের ভিজিডি ’র মালামাল প্রাধিকার মূলে ইউপি সচিব জনাব মোঃ জামাল আহমদ গোলাপগঞ্জ উপজেলার খাদ্য গুদাম হইতে উত্তোলন করিয়া ১.৫০০ মে.টন গম/চাউল () বস্তা ইউপি গুদামে সংরক্ষিত করা হয়েছে। উপস্থিত সভ্যগন গুদাম পরিদর্শন করিয়া সন্তোষ প্রকাশ করেনএবং সরকারী নীতিমালা মোতাবেক উপকার ভোগী দের মধ্যে জনপ্রতি ৩০ কেজি কওে বিতরন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত উপকার ভোগীরা বক্তব্য রাখেন এবং সন্তোষ প্রকাশ করেন । সঞ্চয়ী টাকা ৪০/ (চল্লিশ )টাকা করে গ্রহনপূবর্বক জনপ্রতি মালামাল ৩০ কেজি করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । ইউপি সদস্যা /সদস্যগন
সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন অত্রও্র ইউপি সদস্যা খছরু । সভাপতির স্বাগত বক্তব্যের পর ইউপি সচিব জনাব আকমল হুসেনকে সভা পরিচালনা করার জন্য আহবান জানান অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল কে ধন্যবাদান্তে সভার সমাপ্তি ঘোষনা করেন ।
মাসের নাম -----ফেব্রুয়ারী /২০১২
তারিখ ডিও নং ও তারিখ কোথা হইতে প্রাপ্ত পরিমান বিতরনের আরিখ
ডিও নং
তারিখ উপজেলা নির্বাহি অফিসার,গোলাপগঞ্জ
সিলেট। ১.৫০০ মে .টন।
অদ্য মজুদ সঠিক আছে। আমার / আমাদের উপস্থিতিতে বিতরন কাজ শুরু করা গেল।
ত্রান তদারকী কর্মকর্তা চেয়ারম্যান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস